কৃষক লীগ কৃষকদের সেবা দিয়ে যাচ্ছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
কৃষক লীগ তাদের কার্যক্রম দিয়ে প্রতিনিয়ত কৃষকদের সেবা দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। আজ শুক্রবার বিকেলে গাংনী পাইলট মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ চত্বরে কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘কৃষক লীগ একটা সুসংগঠিত দল। যে দলের মধ্যে কোনো বিভেদ নেই। আমাদের কৃষিকে কৃষক লীগের নেতাকর্মীরাই সেবা দিতে পারে।’
সম্মেলনে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা কৃষক লীগের সভাপতি মোশাররফ হোসেন। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের সহসভাপতি ও মেহেরপুর জেলা কৃষক লীগের সভাপতি মাহবুব উল আলম শান্তি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, বাংলাদেশ কৃষক লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ শরিফ আশরাফ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নামজুল ইসলাম পান্নু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।
মেহেরপুর জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ কৃষক লীগের কুটির শিল্পবিষয়ক সম্পাদক শাহিনুর রহমান, বেসরকারি সংস্থাবিষয়ক সম্পাদক মিনার হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক নুরুল ইসলাম বাদশা, কৃষিবিদ আশরাফুল ইসলাম, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, কৃষক লীগনেতা মোশাররফ হোসেন, আতিয়ার রহমান, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ শফি কামাল পলাশ প্রমুখ।