ক্রিকেটে নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে চায় বাংলাদেশ
বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক নুরুল হাসান সোহান বলেছেন, তারা পাওয়ার-হিটিং ক্রিকেট খেলার জন্য ঘুম হারাম করছেন না। তিনি মনে করেন, স্মার্ট ক্রিকেট খেলে সাফল্য পাওয়া যেতে পারে।
নতুন চেহারার বাংলাদেশ টি-টোয়েন্টি দল নিয়ে জিম্বাবুয়ে সফরে গেছে। এই সিরিজে সফরকারীরা তাদের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহর পাশাপাশি অন্য সিনিয়র ক্রিকেটার – মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানকে ছাড়া খেলবেন। আর তামিম ইকবাল এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন।
বিসিবি জিম্বাবুয়ে সফরের জন্য সোহানের হাতে অধিনায়কত্ব দিয়েছে। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান জোর দিয়ে বলেন, বাংলাদেশ নিজস্ব ব্র্যান্ড তৈরির দিকে মনোযোগ দেবে।
সম্প্রতি পাওয়ার হিটারের অভাবে বাংলাদেশ দল খুব একটা সাফল্য পাচ্ছে না। অনেকেই মনে করেন, সংক্ষিপ্ত ফরম্যাটে দলটির হতাশাজনক পারফরম্যান্স মূলত পেশি শক্তির অভাবের কারণে।
হারারেতে প্রথম ম্যাচের আগে সোহান সাংবাদিকদের বলেন, ‘আমরা নিজস্ব ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই। অনেক দলই পাওয়ার হিটিংয়ে ভালো, কিন্তু আমরা যদি স্মার্ট খেলতে পারি এবং বুদ্ধিমান হতে পারি এবং ছক্কার পরিবর্তে বাউন্ডারি হাঁকাতে পারি, তাহলে সুযোগ আছে। আমরা নিজস্ব ব্র্যান্ডের ক্রিকেট তৈরি করতে চাই। অন্য দলগুলো কী করছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন নই।’
এই সফরে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। সিরিজে তিনটি টি-টোয়েন্টি যথাক্রমে ৩০ ও ৩১ জুলাই এবং ২ আগস্ট হবে। হারারেতে হবে ম্যাচগুলো।
এরপর শুরু হবে ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে হবে ৫ আগস্ট। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ৭ ও ১০ আগস্ট।
কদিন আগে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে। এর পর ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে লাল-সবুজের দল। এবার বাংলাদেশের মিশন জিম্বাবুয়ে। সেখানে কেমন করে সেটাই এখন দেখার।