অশ্বিন-বিষ্ণোইয়ের দুর্দান্ত বোলিংয়ে বড় জয় ভারতের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ সাফল্য পেয়েছিল ভারত। ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছিল তারা। সে ধারাবাহিকতা টি-টোয়েন্টি সিরিজেও রেখেছে, সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রোহিত শর্মার দল দারুণ জয় তুলে নিয়েছে। তারা জিতেছে ৬৮ রানে।
ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ১৯০ রান করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থামে ১২২ রানে।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভালোই শুরু করে ভারত। রোহিত শর্মার অনবদ্য ৬৪ রানের সুবাদে ইনিংসের শুরুটা দারুণ হয়। আরেক ওপেনার সূর্যকুমার যাদব করেন ২৪ রান।
তবে মিডল অর্ডার শ্রেয়স আইয়ার (০) ও হার্দিক পান্ডিয়া (১) খুব একটা ভালো করতে পারেননি। ঋষভ পন্তের ব্যাট থেকে আসে ১৪ রান। তবে ১৯ বলে অপরজাতি ৪১ রানের ঝোড় ইনিংস খেলেন দীনেশ কার্তিক।
জেসন হোল্ডার ৪ ওভারে ৫০ রান খরচ করে মাত্র ১টি উইকেট পান। আলজারি জোসেফ পেয়েছেন দুই উইকেট। কিমো পল, আকিল হোসেন ও ওবেদ ম্যাকয় একটি করে উইকেট নেন।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে কাইল মেয়ার্স ও শামার ব্রুকস শুরুটা খুব একটা খারাপ না করলেও পরে ইনিংসকে এগিয়ে নিতে পারেননি। মেয়ার্স ১৫ ও ব্রুকস ২০ রান করেন। পুরান করেন মাত্র ১৮ রান করেন। শিমরন হেটমায়ার করেন ১৮ রান।
টি-টোয়েন্টিতে অনেক দিন পর সুযোগ পেয়ে ভালো বোলিং করেছেন রবিচন্দ্রন অশ্বিন। দুই উইকেট পেয়েছেন তিনি। রবি বিষ্ণোই ও অর্শদীপ সিং দুটি করে উইকেট পান। একটি করে উইকেট নেন ভুবনেশ্বের কুমার ও রবীন্দ্র জাদেজা।