আপনার জিজ্ঞাসা
কতটুকু রক্ত বের হলে অজু ভঙ্গ হবে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৬৮তম পর্বে ই-মেইলের মাধ্যমে শারুখ হোসেন তন্ময় নামের একজন জানতে চেয়েছেন, কতটুকু রক্ত বের হলে অজু ভঙ্গ হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : কতটুকু রক্ত বের হলে অজু ভঙ্গ হবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। রক্ত কতটুকু বের হলে অজু নষ্ট হবে—এটা নিয়ে বিভিন্ন আলেম বিভিন্ন মত দিয়েছেন। এর মধ্যে স্পষ্ট মতামত হলো—রক্ত যদি সামান্য বের হয়, তাহলে অজু ভাঙবে না। বেশি রক্ত বের হলে অজু ভাঙে। আবার যদি ব্লাড টেস্টের জন্য যদি রক্ত বের করা হয়, তাহলেও অজু ভাঙবে না। এটাই বিশুদ্ধ বক্তব্য।