বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কমিটি গঠন
শাহ মামুন সভাপতি ও মো. আব্দুল্লাহকে সাধারণ সম্পাদক করে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের ১৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার মহানগর দায়রা জজ কোর্টে এসোসিয়েশনের অফিসে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে কাজী ছালাউদ্দিন দিদার, তরিকুল ইসলাম ও ইসমাইল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. জিয়াউদ্দিন ফারুক, ফজলুর রহমান ও গোলাম রসুল নয়ন, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল হালিম, কোষাধ্যক্ষ কামাল হোসেন, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন, প্রচার প্রকাশনা সম্পাদক নাজমুস সাদিক, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সাবিকুন্নাহার সোনিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সাব্বির হোসেন জিসান, প্রশিক্ষণ সম্পাদক রেজাউল করিম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাসুদুর রহমান, তথ্য ও গবেষণা রিয়াজ হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক আলি হাসান বাপ্পি, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বদরুদ্দোজা, আন্তর্জাতিক সম্পাদক রেজাউল করিম পলাশ, মানবসম্পদ বিষয়ক সম্পাদক তারেক সালমান খান, ধর্ম বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, পাঠাগার সম্পাদক আশরাফুল আমিন প্রমুখ।
নবনির্বাচিত কমিটি আইনমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা বিচার বিভাগীয় কর্মচারীদের তিন দফা দাবি বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন।