পেসারদের সাফল্যে আশাবাদী ডোনাল্ড
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের পেসাররা বেশ সমালোচিত হয়েছিলেন। মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ ১২ ওভারে ১৩৭ রান খরচ করেছেন। তাই জিম্বাবুয়ে রেকর্ড ২০৫ রান গড়ে। বাজে পারফরম্যান্সের কারণে তাসকিন দ্বিতীয় টি-টোয়েন্টি খেলেননি। তবে মুস্তাফিজ ও শরিফুলের সম্মিলিত চেষ্টায় দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতে জিতেছে লাল-সবুজের দল।
বাংলাদেশ দলের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বলেছেন, টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো করার জন্য বোলারদের স্মার্ট হতে হবে। এ ব্যাপারে তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড ম্যাচের দিকে তাকান, ইংল্যান্ড ১০১ রানে অলআউট হয়ে যায়। তাই টি-টোয়েন্টি এমন একটি খেলা যা আপনাকে অনেক কিছু শেখায়।’
ডোনাল্ড তরুণ পেসার হাসান মাহমুদের পারফরম্যান্স মুগ্ধ। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। কিন্তু ইনজুরির কারণে পরে বাদ পড়েন তিনি। ঘরোয়া ক্রিকেটে ফেরার আগে তিনি প্রায় এক বছর পুনর্বাসনে কাটিয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিরে চার ওভার বল করে ২৬ রান দিয়ে এক উইকেট নেন।
এ ব্যাপারে ডোনাল্ড বলেন, ‘হাসান মাহমুদের খেলায় আমি বিশেষভাবে মুগ্ধ, কারণ আমি তার সম্পর্কে অনেক কিছু শুনেছি। সে দুর্দান্ত দক্ষতা দেখিয়েছে। আমি দেড় বছর ধরে এখানে আছি, তাকে কাছ থেকে দেখেছি। তার সাথে কাজ করতে পেরে ভালো লাগছে।’
বাংলাদেশ দলের সফল্যে আশাবাদী দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার বলেন, ‘দ্বিতীয় ম্যাচে আমাদের শুরুটা দারুণ হয়েছিল, পেসাররা ভালোভাবে শেষ করেছেন। আমরা দেখিয়েছি, আমরা কেমন স্মার্ট হতে পারি। আশা করি তৃতীয় ম্যাচে দল সাফল্য পাব।’