আপনার জিজ্ঞাসা
থ্রি-কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া জায়েজ?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৭০তম পর্বে ই-মেইলের মাধ্যমে মানিকগঞ্জ থেকে একজন জানতে চেয়েছেন, থ্রি-কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া জায়েজ? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : থ্রি-কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া জায়েজ?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। থ্রি-কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়তে পারবেন। তাতে কোনো সমস্যা নেই। আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু কথা হলো—ইবাদতের শালীনতার সঙ্গে এটি মোটেও যায় না। আল্লাহ বলেছেন, প্রতিটি সালাতের সময় তোমরা যখন মসজিদে যাবে, তখন ভালো পোশাক পরে যাবে। এখন থ্রি-কোয়ার্টার প্যান্ট তো শালীন ড্রেস নয়। আল্লাহর সামনে আপনি এ পোশাক পরে দাঁড়িয়েছেন। এটা তো হতে পারেন। আপনি তো আর অফিস কিংবা কোনো কাজে থ্রি-কোয়ার্টার প্যান্ট পরে যান না। তাহলে আল্লাহর সামনে কেন পরে যাবেন এসব। এসব বোঝার বিষয়, বুঝতে হবে আপনাকে।