বিদ্যুৎ সাশ্রয়ে জবিতে প্রতি মঙ্গলবার অনলাইনে ক্লাস
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এখন থেকে সপ্তাহে মঙ্গলবার অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এদিন অফলাইনে কার্যক্রম বন্ধ থাকবে। তাছাড়া শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে নামানো যাবে না।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মো. ইমদাদুল হক বৃহস্পতিবার এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার সাশ্রয় সংক্রান্ত একটি মিটিং এ এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
উপাচার্য ইমদাদুল হক বলেন, সাশ্রয় করার জন্য শুধু সপ্তাহে একদিন মঙ্গলবার অনলাইনে ক্লাস নেওয়া হবে। আর বাকিদিন বিদ্যুৎ সাশ্রয়ের জন্য প্রতি বিভাগে মনিটরিং টিম গঠন করা হবে, যাতে অপচয়রোধ করা যায়। আর এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না।
উপাচার্য আরও বলেন, যেদিন অনলাইন ক্লাস চলবে ওইদিন শ্রেণি কার্যক্রম ছাড়া অফিস, দপ্তর চলবে। নতুন একাডেমিক ভবনের একটা লিফট চালু থাকবে ওইদিন