আপনার জিজ্ঞাসা
মসজিদে জাকাতের টাকা দেওয়া যাবে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৫৭তম পর্বে ই-মেইলের মাধ্যমে আবু ওয়ালিদ জানতে চেয়েছেন, মসজিদে জাকাতের টাকা দেওয়া উচিত? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : মসজিদে জাকাতের টাকা দেওয়া উচিত কি?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মসজিদ নির্মাণ কিংবা মসজিদ সম্প্রসারণের কাজে জাকাতের টাকা দেওয়া যাবে না। এটি জায়েজ নেই। আমরা জানি, আল্লাহ কোরআনে জাকাতের খাতগুলো উল্লেখ করে দিয়েছেন। এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। যেহেতু তিনি নিজেই দিয়েছেন নির্ধারণ করে সেহেতু নির্ধারিত খাতেই দিতে হবে জাকাত। সুতরাং মসজিদ-মাদরাসায় জাকাতের টাকা দেওয়ার কোনো নিয়ম নেই। এটি স্পষ্ট ব্যাপার। কারণ এতে জাকাতের অর্থের হেরফের হতে পারে। এতে জাকাত যারা প্রাপ্য তারা বঞ্চিত হবে।