নতুন একটি কীর্তি গড়ার অপেক্ষায় তামিম
তামিম ইকবালের সাম্প্রতিক ফর্ম খুব একটা খারাপ যাচ্ছে না। টেস্ট এবং ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালোই করেছেন। তাই দলও সাফল্য পেয়েছে। এবার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ। আগামীকাল শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে ভালো একটি ইনিংস খেলতে পারলে নতুন একটি কীর্তি গড়বেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।
তামিম এখন ওয়ানডে ক্রিকেটে ৮ হাজারি ক্লাবে ঢোকার অপেক্ষায়। আর ৫৭ রান করতে পারলেই নতুন এই কীর্তি গড়বেন তারকা এই ওপেনার।
তামিম এখন পর্যন্ত ২২৮ ম্যাচ খেলে ২২৬ ইনিংসে ১৪ সেঞ্চুরি ও ৫৩টি হাফসেঞ্চুরিতে ৭৯৪৩ রান করেছেন। তাঁর গড় ৩৬.৯৪।
২০০৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হয়েছিল তামিমের। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ২২১ ম্যাচে ২০৯ ইনিংসে ৬৭৫৫ রান আছে সাকিবের। তৃতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম। ২৩৩ ম্যাচে ২১৮ ইনিংসে ৬৬৯৭ রান করেছেন তিনি।