নরসিংদীতে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
নরসিংদী শহরে শ্রমিক লীগের এক নেতাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার রাত ৯টার দিকে পৌর শহরের বীরপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ওমর ফারুক ওরফে আদু ফারুক (২৫) বীরপুর এলাকার আবুল কাশেম মিয়ার ছেলে। তিনি ২ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শ্রমিক লীগ নেতা ওমর ফারুক আজ সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যান। রাত ৯টার দিকে আট-দশজন সন্ত্রাসী তাঁকে ধরে বীরপুর মানিক মিয়ার বাড়ির আঙিনায় নিয়ে যায়। পরে সন্ত্রাসীরা তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে ফারুক মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে জবাই করে হত্যা করে তারা। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে হত্যাকাণ্ডের খবর নিহতের বাড়িতে পৌঁছালে স্বজনরা কান্নায় ভেঙে পড়ে।
অপর একটি সূত্র থেকে জানা যায়, শহরের পুরানপাড়া রুস্তুর মাজারের পাশে জুয়া খেলার টাকার ভাগাভাগিকে কেন্দ্র করে আজ দুপুরে প্রতিপক্ষ সন্ত্রাসীদের সঙ্গে ওমর ফারুকের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রাতে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছে সূত্রটি।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম বলেন, হত্যাকাণ্ডের পর পর নিহতের স্বজন ও এলাকাবাসী মুখে কুলুপ এঁটে বসে আছে। তাই তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।