‘নতুন জাভি’ বার্সেলোনায় থাকতে পারলেন না
‘নতুন জাভি’ নামে পরিচিত রিকি পুচ। অনেক আশা নিয়ে তাঁকে দলে নিয়েছিল বার্সেলোনা। কিন্তু সেই আশা পূরণ করতে পারলেন না এই স্প্যানিশ ফুটবলার। তাই কাতালান ক্লাবটি তাঁকে ছেড়ে দেয়। তিনি এখন যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাবে।
লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে রিকি পুচ, জাভিয়ের হার্নান্দেজ ও ডগলাস কস্তার সাথে নতুন ত্রয়ী গঠন হবে।
পুচ ২০১৮ সালে লা লিগায় যোগ দেন। ‘নতুন জাভি’ নামে পরিচিত এই ফুটবলার স্পেনের লা মাসিয়াতে বেড়ে উঠেন।
প্রতিভাবান মিডফিল্ডারকে নিয়ে অনেক বেশ আশা ছিল বার্সার। কিন্তু পুচ তা পূরণ করতে পারেনি। চার বছরে ৫৬ ম্যাচ খেলে দুটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেন।
মার্কার খবরে জানা গেছে, স্পেনে থাকতে না পারার অন্যতম কারণ ছিল পুচের উচ্চতা। মাত্র ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতা এবং পাতলা গড়ন। অবশ্য তাঁর কৌশলটি কখনোই প্রশ্নবিদ্ধ হয়নি, যদিও ধারাবাহিকতার অভাব রয়েছে। তবে বার্সেলোনার খেলার স্টাইলের সঙ্গে খুব একটা মানাতে পারেননি।
বার্সেলোনার নাইটক্লাবগুলোতে নিয়মিত যেতেন তিনি। একাধিক অনুষ্ঠানে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন। শাকিরার সঙ্গে বিচ্ছেদ হওয়ার হর পিকেকে সময় দিতেন পুচ। পিকের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক ছিল।