প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের ৮ হাজার
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে নতুন মাইলফলকে পা রেখেছেন তামিম ইকবাল। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ফরম্যাটে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাঁহাতি এই ওপেনার।
হারারের স্পোর্টস ক্লাব মাঠে আজ শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমে এই রেকর্ডে নাম লেখান তামিম। নিজেদের ইনিংসের ২৪তম ওভারে সিকান্দার রাজাকে চার মেরে ৮হাজারের ঘরে চলে যান বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। শেষ পর্যন্ত আজ তামিম খেলেন ৬২ রানের ইনিংস। ৮৮ বলে তাঁর ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি।
ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হয়ে আজ ম্যাচ শুরু করেন তামিম। মাঠে নামার আগে তাঁর নামের পাশে ছিল ৭৯৪৩ রান। লিটন দাসের সঙ্গে ওপেনিং জুটিতেই পোঁছে যান ৮ হাজারের ঘরে। এ ছাড়া ৭৯ বলে ওয়ানডেতে নিজের ৫৪তম হাফসেঞ্চুরি স্পর্শ করেন বাঁহাতি এই ওপেনার।
বাংলাদেশিদের মধ্যে প্রথম হলেও সব মিলিয়ে বিশ্বের ৩৪তম ব্যাটসম্যান হিসেবে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশ অধিনায়ক।