উত্তর কোরিয়ায় করোনা-আক্রান্ত সবাই সুস্থ : কেসিএনএ
উত্তর কোরিয়ায় করোনায় আক্রান্ত সবাই সুস্থ হয়ে উঠেছেন বলে দাবি করেছে দেশটির সরকার। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, টানা সাত দিন দেশে নতুন করে কেউ কোভিডে আক্রান্তও হয়নি। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
উত্তর কোরিয়ার সরকার সাধারণত কোভিডকে ‘কোভিড’ না বলে ‘জ্বর’ হিসেবে বলে থাকে।
গত মে মাসে প্রথম কোভিড ছড়িয়ে পড়ার কথা জানায় উত্তর কোরিয়ার সরকার। দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যু নিয়ে যদিও আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রশ্ন তুলে আসছে।
শুক্রবার কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়, ‘গত সপ্তাহে উত্তর কোরিয়ায় কেউ জ্বরে আক্রান্ত হয়নি এবং এখন পর্যন্ত যারা আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে, তারা সবাই সুস্থ হয়ে গেছে।’
এখন পর্যন্ত উত্তর কোরিয়ায় কত মানুষ কোভিডে আক্রান্ত হয়েছে বা মারা গেছে সে সংখ্যা জানায়নি সরকার। তবে পিয়ংইয়ং বলেছে, ৪৭ লাখ ৭০ হাজার মানুষ জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে এবং এপ্রিলের শেষভাগ নাগাদ ৭৪ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর হার শূন্য দশমিক ০০২ শতাংশ। যা কিনা বিশ্বের মধ্যে সর্বনিম্ন। যদিও এই হিসাব নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সন্দেহ রয়েছে।