ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জিতে দারুণ রেকর্ড রোহিত শর্মার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে দারুণ জয় পেয়েছে ভারত। ফ্লোরিডায় এই ম্যাচে রোহিত শর্মারা ৫৯ রানের বড় জয় ঘরে তোলে। এই জয়ের সুবাদে এক ম্যাচ হাতে রেখে ভারত ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিতে নিয়েছে তারা। তারা এখন ৩-১ ব্যবধানে এগিয়ে।
এই সিরিজ জিতে দারুণ রেকর্ড গড়েছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে দলটি টানা আটটি সিরিজ জিতেছে। ৩৫ ম্যাচে নেতৃত্ব দিয়ে ২৯টিতে জিতেছেন রোহিত। এর আগে ৩৫ ম্যাচে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড ছিল সরফরাজ আহমেদের নেতৃত্বে পাকিস্তান দলের।
রোহিতের নেতৃত্বে ভারতীয় দলের সাফল্য শুধু এখানেই থেমে নেই, তারা টানা ৫টি সিরিজে প্রতিপক্ষ দলকে হোয়াইটওয়াশ করেছে।
চলমান সিরিজে সে ধারাবাহিকতা রেখেছে। ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়েছে। ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ পারেনি ভারতকে অল্প রানে আটকাতে। রোহিতরা ১৯১ রানের বড় সংগ্রহ গড়ে। জবাবে ক্যারিবীয়দের ইনিংস থামে ১৩২ রানে। ভারতের পক্ষে আবেশ খান, অক্ষর প্যাটেল ও রবি বিষ্ণৌই দুটি করে উইকেট নেন। আর্শদীপ সিং ১২ রানে তিন উইকেট পান।
রোহিত শর্মা নেতৃত্বে ভারতের সাম্প্রতিক সাফল্য :
টি-টোয়েন্টি : নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়
ওয়ানডে : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়
টি-টোয়েন্টি : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়
টি-টোয়েন্টি : শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়
টেস্ট : শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়
টি-টোয়েন্টি : ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়
ওয়ানডে : ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়
টি-টোয়েন্টি : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত (এক ম্যাচ বাকি)