আপনার জিজ্ঞাসা
নিজের গ্রামের বাড়িতে গেলে কি কসর পড়তে হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৭৫তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকার দিলু রোড থেকে মোহাম্মদ শফিকুল আলম জানতে চেয়েছেন, নিজের গ্রামের বাড়িতে গেলে কি কসর পড়তে হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আমি দীর্ঘ ১৬ বছর ধরে ঢাকায় থাকি। তবে আমার গ্রামের বাড়িতেও একটা ঘর আছে। এখন আমার প্রশ্ন হলো, নিজের গ্রামের বাড়িতে গেলে কি কসর পড়তে হবে? সেটা আমার বাবার বাড়ি।
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যদি আপনার ভিটা আছে কিন্তু কিছুই নেই তাহলে আলাদা কথা ছিল। এখন যেহেতু সেখানে আপনার বাড়ি আছে এবং সেটা আপনার বাবার ভিটা-বাড়ি তাহলে আপনি সেখানে কসর পড়বেন না। আপনি স্বাভাবিক নিয়ম অনুসারেই পুরো সালাত আদায় করবেন। নিজ বাড়িতে পড়ার মতো ব্যবস্থা থাকলে পুরো সালাতই আদায় করবেন। এখানে কসর করার দরকার নেই।