চুক্তি থেকে মুক্তি পাচ্ছেন ট্রেন্ট বোল্ট
নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্টকে দেশটির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে। ৩৩ বছর বয়সী পেসার কিউই ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছিলেন, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বোল্ট তাঁর পরিবারের সাথে আরও বেশি সময় কাটাতে এবং বিশ্বজুড়ে ঘরোয়া লিগে খেলতেই এই সিদ্ধান্ত নেন।
নিউজিল্যান্ড ক্রিকেট বার্ডের প্রধান নির্বাহী কর্মকতা হোয়াইট বলেন, ‘আমরা ট্রেন্টের ভাবনাকে সম্মান করি। চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসাবে তাঁকে হারানোর জন্য আমরা দুঃখিত। ২০১১ সালের শেষের দিকে তার টেস্ট অভিষেকের পর থেকে ব্ল্যাকক্যাপসে ব্যাপক অবদান রেখেছেন। এখন তাকে বিশ্বের অন্যতম সেরা মাল্টি-ফরম্যাট ক্রিকেটার হিসাবে বিবেচনা করা হয়। সে যা অর্জন করেছে তাতে আমরা খুব গর্বিত।’
বোল্ট এখন পর্যন্ত ৭৮টি টেস্ট, ৯৩টি ওয়ানডে এবং ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। স্বীকার করেছেন এই সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। পরিবারের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেন।
এ ব্যাপারে কিউই পেসার বলেন, ‘আমি এই অবস্থানে আসার জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের অনেক অবদান রয়েছে। তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। দেশের হয়ে ক্রিকেট খেলা একটি ছোটবেলার স্বপ্ন ছিল। আমি খেলতে পেরেছি এর জন্য গর্বিত।’