আইপিএল সমালোচকদের গাভাস্কারের কঠোর জবাব
২০২৪ সালে শুরু হতে যাওয়া আইসিসির পরবর্তী ফিউচার ট্যুর অ্যান্ড প্রোগ্রামে (এফটিপি) আড়াই মাসের একচেটিয়া উইন্ডো পেতে পারে আইপিএল। যদি তা হয় বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি লিগের প্রভাব আরও বাড়বে। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল।
সাম্প্রতিক সময়ে আইপিএলের অনেক মালিক সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগ এবং দক্ষিণ আফ্রিকান টি-টোয়েন্টি লিগে বিনিয়োগ করেছেন।
সম্প্রতি শোনা যাচ্ছে ডেভিড ওয়ার্নার আসন্ন বিগ ব্যাশ লিগ (বিবিএল) থেকে বেরিয়ে আসতে পারেন। আরও লাভজনক সংযুক্ত আরব আমিরাত টি-টোয়েন্টি লিগের যোগ দিতে পারেন। তাই অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট আইপিএলে বিশ্বব্যাপী আধিপত্য নিয়ে কথা বলেছেন।
এ প্রসঙ্গে সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার আইপিএল নিয়ে কথা বলেছেন। স্পোর্টসটারের কলামে গাভাস্কার লিখেছিলেন, ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে আবারও অন্যান্য আন্তর্জাতিক দলের ক্রিকেটিং ক্যালেন্ডারের বিঘ্নকারী হিসাবে দেখা হচ্ছে। আইপিএল আন্তর্জাতিক ক্যালেন্ডারে ৭৫ দিনের উইন্ডো পেয়েছে। খেলোয়াড়দের আটকে রাখার চেয়ে ক্রিকেট বিশ্বের সবচেয়ে ধনি লিগে খেলতে দেওয়া ভালো। কিছু আন্তর্জাতিক প্রতিশ্রুতি নিয়ে।’
ভারতীয় সাবেক তারকা আরও বলেন, ‘আপনার ক্রিকেটের দিকে নজর দিন, কিন্তু দয়া করে আমাদের ক্রিকেটে হস্তক্ষেপ করবেন না। আমাদের বলুন কি করতে হবে। আমরা আমাদের স্বার্থ দেখব, আপনি আমাদের যা করতে বলবেন তার চেয়ে ভালো করব।’