তহসিলদার ও ইউপি সচিবরা ‘মোস্ট পাওয়ারফুল অ্যান্ড করাপটেড’ : পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘দেশের তৃণমূলে আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে হলে ইউনিয়ন পর্যায়ে কৃষি কর্মকর্তা, তহসিলদার ও ইউপি সচিবদের দুর্নীতি বন্ধ করতে হবে। তহসিলদার ও ইউপি সচিবরা মোস্ট পাওয়ারফুল অ্যান্ড করাপটেড। এসব জায়গায় কঠোর নজরদারি বাড়াতে হবে।’
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ‘জাতীয় উন্নয়নে অঙ্গীকার : শিক্ষা, মানসম্মত কর্মসংস্থান, জেন্ডার সমতা’ শীর্ষক এক নাগরিক সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।
এ সম্মেলনে আরও বক্তব্য দেন সংসদ সদস্য অ্যারমা দত্ত, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম ও নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির।
মন্ত্রী বলেন, ‘জাতীয় পর্যায় থেকে ইউনিয়নগুলোতে নজর দিতে হবে। ইউনিয়ন পর্যায়ে কৃষি কর্মকর্তা, তহসিলদার ও ইউপি সচিবরা অনেক বেশি ক্ষমতাবান। এ কারণে প্রান্তিক মানুষেরা নায্য সেবা পায় না।’
সরকার ইশতেহার বাস্তবায়ন করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘গ্রাম ও শহরের মানুষের চাওয়া-পাওয়া এক নয়। গ্রামের মানুষ নানা ভাতার কার্ড, পানি, স্যানিটেশন, সেতু ও সড়ক চায়। কেবল শোভন কর্মসংস্থান দিয়েই উন্নয়ন হবে না। দেশের ভোটাররা স্থিতিশীল পরিবেশ ও কর্মসংস্থান চায়। বর্তমান সরকার তা-ই করছে।’
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘বর্তমানে বৈশ্বিক সংকট চলছে। বিশ্ব এখন টালমাটাল। সেই ঢেউ আমাদের দেশেও লেগেছে। আমাদের সবাইকে ব্যয় সংকোচন করে ও মিতব্যয়ী হয়ে চলতে হবে।’