যে কারণে এশিয়া কাপের দলে মাহমুদউল্লাহ
সাকিব আল হাসান নিষিদ্ধ হলে ২০১৯ সালে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন মাহমুদউল্লাহ। শুরুটা ভালো করলেও সম্প্রতি বাংলাদেশ টি-টোয়েন্টি দল সাফল্য পাচ্ছিল না। অভিজ্ঞ ব্যাটারের পারফম্যান্সেও ছিল অবনতি। তাই জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলেন তিনি। পরে অবশ্য দলে নেওয়া তাঁকে।
এবার এশিয়া কাপের দলে মাহমুদউল্লাহ জায়গা পাবেন কি না তা নিয়ে আলোচনা হচ্ছিল। শেষ পর্যন্ত তিনি দলে সুযোগ পান। কেন তাঁকে দলে নেওয়া হয় এ প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, অভিজ্ঞতার কারণেই দলে নেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে।
এ প্রসঙ্গে মিনহাজুল আবেদীন বলেন, ‘এশিয়া কাপ বড় টুর্নামেন্ট। এমন আসরে অভিজ্ঞতা খুবই প্রয়োজন। তাই মাহমুদউল্লাহকে নেওয়া হয়েছে। অধিনায়কের সঙ্গে আলোচনা হয়েছে। যেহেতু আমরা টি-টোয়েন্টিতে ভালো অবস্থানে নেই। সেসব বিবেচনায় নিয়েই দল তৈরি করেছি।’
প্রধান নির্বাচক আশাবাদী এই দল ভালো করবে, ‘আশা করছি এশিয়া কাপে ভালো কিছু করবে আমাদের দল। জিম্বাবুয়েতে আমরা ভালো করতে পারিনি ঠিক, এশিয়া কাপে পরফরম্যান্স উন্নতি হবে।’
সোহানকে দলে নেওয়া প্রসঙ্গে নান্নু বলেন, ‘সোহানের ইনজুরি থাকলেও তা উন্নিতর দিকে। আশা করছি ইতিবাচক কিছু হবে। সে খেলতে পারলে দলের জন্য ভালো হবে।’
অবশ্য মাহমুদউল্লাহর পরফরম্যান্স খুব একটা ভালো যাচ্ছে না। শেষ ১৪ ম্যাচে ২০৯ রান করেছেন। গড় মাত্র ১৭.৪১। এবার এশিয়া কাপের দলে সুযোগ পেয়ে কেমন করেন মাহমুদউল্লাহ সেটাই এখন দেখার।