গ্রেপ্তার ২৭ বাংলাদেশি সিঙ্গাপুরে হামলা চালাতে পারতেন
জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সিঙ্গাপুরে গ্রেপ্তার হওয়া ২৭ বাংলাদেশি যেকোনো সময় সিঙ্গাপুরে হামলা করতে পারতেন বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কে শানমুগাম।
স্থানীয় সময় বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে শানমুগাম এ শঙ্কা প্রকাশ করেন।
ওই পোস্টে মন্ত্রী বলেন, ‘তারা স্থানীয় একটি মসজিদে নিয়মিতভাবে বৈঠক করত। তাদের কাছে জিহাদি প্রচারণার ভিডিওচিত্র ছিল। এ ছাড়া নীরবে হত্যাকাণ্ডের পদ্ধতি সম্পর্কিত বেশ কিছু ছবি ও তথ্য ছিল তাদের কাছে।’
নিজের পোস্টে কে শানমুগাম আরো বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা যথাসময়ে এই ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পেরেছে। আমি গতকালই বলেছিলাম যে, এ অঞ্চলে সন্ত্রাসবাদের হুমকি রয়েছে। সে কথা বাস্তবে প্রমাণিত হলো। আমরা প্রতিদিনই এর উদাহরণ দেখতে পাচ্ছি।’
এর আগে গত মঙ্গলবার এক ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, এ মুহূর্তে দক্ষিণ-পূর্ব এশিয়া সন্ত্রাসবাদের উর্বর ভূমিতে পরিণত হয়েছে।
চ্যানেল নিউজ এশিয়ার প্রতিবেদনে বলা হয়, নিজের পোস্টে ওই মসজিদটির নাম উল্লেখ করেননি মন্ত্রী।
বাংলাদেশের ডেইলি স্টার ও নিউ এজ পত্রিকার বরাত দিয়ে ওই প্রতিবেদনে জানানো হয়, সিঙ্গাপুরের মুস্তাফা সেন্টারের কাছের আঙ্গুলিয়া মসজিদে বৈঠক করতেন গ্রেপ্তার ২৭ বাংলাদেশি।
এদিকে, গ্রেপ্তার হওয়া ২৭ বাংলাদেশিকে সিঙ্গাপুরের জন্য গুরুতর হুমকি হিসেবে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী লি শিন লুং। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আমরা আমাদের দেশের নিরাপত্তা জোরদার করছি। সেইসঙ্গে আমাদের জাতিগত ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করে যাচ্ছি। মৌলবাদ ও সন্ত্রাসবাদকে সিঙ্গাপুরে ঘাঁটি গাড়তে দেওয়া হবে না।’
সিঙ্গাপুরের মুসলমানবিষয়কমন্ত্রী ইয়াকুব ইব্রাহিমও এই বাংলাদেশিদের গ্রেপ্তারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
নিজের ফেসবুকে ইয়াকুব বলেন, ‘আমাদের চারপাশে আদর্শবিরোধী কোনো সন্দেহজনক কার্যক্রম দেখলে সে বিষয়ে আরো সতর্ক হতে হবে।’
সিঙ্গাপুরের উন্নয়নের সঙ্গে বিদেশি শ্রমিকরা ওতপ্রোতভাবে জড়িত জানিয়ে দেশটির শ্রমিক নেতা ও প্রধানমন্ত্রীর দপ্তরের প্রধান চ্যান চুন সিং বলেন, এ ধরনের মৌলবাদী মনোভাব যেন প্রবাসী শ্রমিকদের মধ্যে জন্ম নিতে না পারে, সেদিকে লক্ষ রাখতে হবে।
জঙ্গি সংগঠন আল-কায়েদা ও ইসলামিক স্টেটকে (আইএস) সমর্থন দেওয়ার অভিযোগে সিঙ্গাপুরে ২৭ বাংলাদেশিকে আটক করা হযেছে। গত বছরের বিভিন্ন সময় তাঁদের আটক করা হয়। এর মধ্যে ২৬ জনকে বাংলাদেশে ফেরতও পাঠানো হয়েছে।
গতকাল বুধবার সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওই বাংলাদেশিরা নগর রাষ্ট্রটির নির্মাণশিল্পে কাজ করতেন। গত ১৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে তাঁদের আটক করা হয়।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কঠোর অভ্যন্তরীণ নিরাপত্তা আইনের অধীনে ওই ব্যক্তিদের আটক করা হয়েছিল। তারা সবাই সন্ত্রাসী সংগঠনগুলোর সশস্ত্র জিহাদের মতাদর্শ সমর্থন করত। একই সঙ্গে তারা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসবাদে যোগদানের পরিকল্পনা করছিল। তবে সিঙ্গাপুরে সন্ত্রাসবাদের কোনো পরিকল্পনা হয়নি।
মন্ত্রণালয় আরো জানায়, আটক বাংলাদেশিদের একজন ছাড়া সবাইকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সিঙ্গাপুর পুলিশের কাছে আটক থাকা অপর বাংলাদেশিকে অবৈধভাবে দেশ ছাড়ার অপরাধে কারাদণ্ডের মেয়াদ শেষে দেশে পাঠানো হবে।