রানা প্লাজার মতো ঘটনা আর ঘটবে না
রানা প্লাজার মতো ঘটনা আর ঘটবে না বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেছেন, যেসব কারখানা ভবনে ত্রুটি রয়েছে, সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ‘বাংলাদেশ শ্রম-পরিদর্শক ব্যবস্থা, অগ্রগতি, আইন ও চ্যালেঞ্জ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
২০১৩ সালের মে থেকে ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত মন্ত্রণালয়ের পরিদর্শক দলের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে।
মুজিবুল হক চুন্নু বলেন, ‘মন্ত্রণালয়ের পরিদর্শক দল তিন হাজার ৬৬০টি কারখানা পরিদর্শন করেছে। এর মধ্যে ত্রুটি থাকা ও উৎপাদনের অযোগ্য হওয়ায় ৩৭টি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। আর ৩৬টি আংশিক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া কয়েকশ কারখানার ভবনের অবকাঠামো উন্নয়ন, মেরামত, নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ বাস্তবায়নের সময় বেঁধে দেওয়া হয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘চিহ্নিত কারখানাগুলোর অবকাঠামো উন্নয়ন ও মেরামতের জন্য ৫০ লাখ থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত ব্যয় হবে।’
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে কয়েকটি দেশের রাষ্ট্রদূত, শ্রম সচিব মিকাইল শিপারসহ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।