গাজীপুরে পৃথক দুর্ঘটনায় নিরাপত্তাকর্মীসহ নিহত ২
গাজীপুরে পৃথক দুর্ঘটনায় নিরাপত্তাকর্মীসহ দুজন নিহত হয়েছে। একটি থ্রি-স্টার হোটেলের পার্কিং এরিয়ায় একটি পিকআপ ঢুকে পড়লে তার ধাক্কায় এক নিরাপত্তাকর্মী নিহত এবং চারটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়। অপর দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হন।
আজ বুধবার বিকেলে রাজেন্দ্রপুর চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন হোটেল এক্স-এ এই দুর্ঘটনা ঘটে।
এদিকে, একই দিন জেলার কালীগঞ্জে অপর এক কাভার্ডভ্যানের চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন, হোটেল এক্স-এর নিরাপত্তাকর্মী বরিশালের ধরাকান্দি এলাকার মান্নান খানের ছেলে হানিফ খান (৪২) এবং গাজীপুরের কালীগঞ্জ থানাধীন ফুলদী গ্রামের শামসুদ্দিনের ছেলে রুহুল আমিন (৪২)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার উপপরিদর্শক এসআই এহতেশাম ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে গাজীপুর মহানগরীর রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় দ্রুতগতির ময়মনসিংহগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় পিকআপটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন হোটেল এক্স-এর পার্কিং এরিয়ায় ঢুকে পড়ে। পিকআপটি পার্কিং করে রাখা চারটি প্রাইভেটকারকে ধাক্কা দেয় এবং সেখানে কর্মরত নিরাপত্তাকর্মীকে চাপা দেয়। এতে চারটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা নিরাপত্তা কর্মীকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ পিকআপটি আটক করলেও চালক পালিয়ে যান।
জেলার কালীগঞ্জে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের উত্তরা ফিলিং স্টেশনের পাশে টঙ্গীগামী একটি কাভার্ডভ্যান একটি বাইসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন বাইসাইকেলচালক রুহুল আমিন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখে বাড়ি ফিরছিলেন। খবর পেয়ে পুলিশ নিহত রুহুল আমিনের লাশ উদ্ধার করেছে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার এসআই সাইফুল ইসলাম।