বাবর আজমের সময়টা ভালোই কাটছে
সময়টা বেশ ভালোই কাটছে পাকিস্তান অধিনায়ক বাবার আজমের। ধারাবাহিকভাবে পারফর্ম করছেন তিনি। তাই নতুন নতুন কীর্তি জমা রেখেছেন নিজের ঝুলিতে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে তাঁর পয়েন্ট বাড়ছে। শীর্ষস্থানে তো আছেনই, এখন পয়েন্ট আরও বাড়ছে।
ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৮৯১ রেটিং পেয়েন্ট নিয়ে শীর্ষে আছেন বাবর। দ্বিতীয় স্থানে থাকা ইমাম উল হকের পয়েন্ট ৮০০।
দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার দাসেন ৭৮৯ পয়েন্টি নিয়ে তৃতীয় স্থানে আছেন। চারে আছেন দক্ষিণ আফ্রিকারই কুইন্টন ডি'কক। তাঁর পয়েন্ট ৭৮৪। ৭৬৭ পয়েন্ট নিয়ে ভারতের তারকা বিরাট কোহলি রয়েছেন পাঁচে। আর ছয় নম্বরে রয়েছেন রোহিত শর্মা। তাঁর পয়েন্ট ৭৬৩। সাতে থাকা নিউজিল্যান্ডের রস টেলরের পয়েন্ট ৭৪৪। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার রয়েছেন আটে। তাঁর পয়েন্ট ৭৩৭। ৭৩২ পয়েন্ট নিয়ে নয়ে রয়েছেন ব্রিটিশ তারকা জনি বেয়ারস্টো। আর দশে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। তাঁর পয়েন্ট ৭১৫।
নতুন প্রকাশিত এই তালিকায় কোহলি আর রোহিত ছাড়া ভারতের কেউ সেরা দশে নেই। শুধু তাই নয় পয়েন্টের দিক থেকেও পিছিয়ে পড়ছেন বিরাট কোহলি।