আপনার জিজ্ঞাসা
ইসলাম অনুসারে ভ্রাতৃত্ব বজায় রাখার উপায় কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৪১তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন জানতে চেয়েছেন, ইসলামে ভ্রাতৃত্ব বজায় রাখার উপায় কী? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ইসলাম অনুসারে ভ্রাতৃত্ব বজায় রাখার উপায় কী?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এ ক্ষেত্রে বলব—মুসলিমদের পরস্পর পরস্পরকে সহযোগিতা করা উচিত। মুসলিমরা পরস্পর পরস্পরকে ক্ষমা করে দেওয়া একটি গুণ। নিজে যা পছন্দ করবে, মুসলিম ভাইয়ের জন্যও সেটিই পছন্দ করতে হবে। মুসলিমদের ইনসাফ করে চলা উচিত। সর্বশেষ, মুসলিমদের কষ্ট হয় এমন কোনো কাজ না করা। মানে, নিজের কোনো কথা বা কোনো কাজের মাধ্যমে অন্য কোনো মুসলিম ভাইকে কষ্ট না দেওয়া।