ক্ষমতায় টিকে থাকতে আ.লীগ ভারতকে কখনো অনুরোধ করেনি : ওবায়দুল কাদের
ভারতে সঙ্গে বাংলাদেশ কোনো বৈরিতা চায়না, ভারতের সঙ্গে বৈরিতা করে দেশের ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেছেন, এটি কারও ব্যক্তিগত অভিমত।
আজ শুক্রবার রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমীর মিছিল উদ্বোধন শেষে এসব কথা সেতুমন্ত্রী।
সাম্প্রতিক পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য প্রসঙ্গে কাদের বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকা ও আসার জন্য ভারতকে কখনো অনুরোধ করেনি, শেখ হাসিনার পক্ষ থেকে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। এটি কারও ব্যক্তিগত অভিমত হতে পারে।’
হাসিনার সরকার ক্ষমতায় আসার পর কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো সাম্প্রদায়িক হামলা হয়নি জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যারা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করেছে, তারা দুর্বৃত্ত।’