কুষ্টিয়ায় ‘সেতুর টোল চাওয়ায়’ কর্মচারীদের পেটাল ছাত্রলীগ
কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী সৈয়দ মাছ-উদ-রুমী সেতুর টোল চাওয়ায় টোলপ্লাজায় কর্তব্যরত কয়েকজন কর্মচারীকে ছাত্রলীগের নেতাকর্মীরা বেধড়ক পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
টোলপ্লাজায় কর্তব্যরতদের অভিযোগ, টোলের টাকা চাওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালান। এ সংক্রান্ত কয়েকটি সিসিটিভি’র ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, গতকাল শুক্রবার কুষ্টিয়া সরকারি কলেজের সামনে মুজিব চত্বরে শোকসভার আয়োজন করে জেলা ছাত্রলীগ। বেলা ১১টার দিকে ওই কর্মসূচিতে যোগ দিতে কুমারখালী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা শতাধিক মোটরসাইকেল নিয়ে রওনা দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া টোলপ্লাজার একাধিক সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সৈয়দ মাছ-উদ-রুমী সেতুর পশ্চিম প্রান্তে টোল প্লাজায় ছাত্রলীগের মোটরসাইকেল বহরকে থামানোর চেষ্টা করেন সেতুর টোল আদায়ের দায়িত্বে থাকা কর্মচারীরা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তাঁদের তর্ক হয়। একপর্যায়ে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মোটরসাইকেল থেকে নেমে টোলপ্লাজার এক কর্মচারীকে কিল–ঘুসি মারতে থাকেন। অন্য কর্মচারীরা প্রতিবাদ করলে ছাত্রলীগের আরও নেতাকর্মী এসে তাঁদের মারধর করতে থাকেন।
এদিকে এ ঘটনায় ছাত্রলীগেরও কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘বিষয়টি শুনেছি, তবে ঠুনকো ঘটনা। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’