আপনার জিজ্ঞাসা
কোন সিজদায় দোয়া করা বেশি উত্তম?
নামাজ, রোজা, হজ, জাকাত,পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৩৫তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে ফাহিম চৌধুরী নামের একজন জানতে চেয়েছেন, কোন সিজদায় দোয়া করা বেশি উত্তম? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আমি নফল সালাতের সিজদার ব্যাপারে জানতে চাই। আমার প্রশ্ন হলো, কোন সিজদায় দোয়া করা বেশি উত্তম?
উত্তর : ধন্যবাদ আপনাকে প্রশ্নটিত জন্য। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এক্ষেত্রে বলব, নফল সালাতেও প্রতিটি সিজদা ফরজ। প্রতিটি সিজদার মানই সমান। প্রতিটি সিজদা আল্লাহর নৈকট্য লাভ করার জন্য গুরুত্বপূর্ণ। তাই, প্রতিটি সিজদা গুরুত্বপূর্ণ। প্রতি সিজদাতেই আপনি দোয়া করতে পারবেন। তবে, একদল মনে করে, শেষ রাকাতের শেষ সিজদা গুরুত্বপূর্ণ। কথাটি সঠিক নয়। এ ধারণা একেবারেই ভুল। এ কথা সত্যি মেনে অনেকেই শেষ সিজদাটি দীর্ঘ করেন—এটি ভুল এবং বেদআত। এর জন্য সওয়াব তো পাবেনই না, বরং নতুন আবিষ্কারের কারণে এটি সুন্নাহ অনুযায়ী হবে না। আপনি স্বাভাবিকভাবে যেকোনো সিজদাতেই দোয়া করতে পারবেন।