পুরুষে পুরুষে যৌনতায় নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সিঙ্গাপুর
পুরুষের সঙ্গে পুরুষের যৌনতায় নিষেধাজ্ঞা দেওয়া আইন বাতিল করে এর বৈধতা দেওয়া হবে বলে জানিয়েছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দীর্ঘ দিনের বিতর্কের পর রাষ্ট্রীয় টেলিভিশনে আজ রোববার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী। সিঙ্গাপুরের মানুষজন রক্ষণশীল মূল্যবোধসম্পন্ন হিসেবেই পরিচিত। তবে সম্প্রতি সেদেশে মানুষজনের সমকামিতার প্রতি সমর্থন বেড়েছে।
সমকামিতার সমর্থকেরা সিঙ্গাপুরের সংবিধানের উপনিবেশিক আমলের ৩৭৭এ ধারার আইনটির বাতিল চান। এশিয়ার দেশ হিসেবে ভারত, তাইওয়ান ও থাইল্যান্ডের পর সিঙ্গাপুর সমকামিতার পক্ষে অবস্থান ঘোষণা করল।
এর আগে সিঙ্গাপুর সরকার জানায়, তারা ৩৭৭এ বহাল রাখবে। তবে সমকামিতার পক্ষে-বিপক্ষ উভয়ের প্রতি সমর্থন স্বরূপ এটি প্রয়োগ করা হবে না।
আজ রোববার রাতে প্রধানমন্ত্রী লি সিয়েন লুং বলেন, আমরা আইনটি বাতিল করতে যাচ্ছি। আমি মনে করি, এটাই এই সময়ের সঠিক সিদ্ধান্ত। সিঙ্গাপুরের বেশিরভাগ মানুষ এটাই চায়।
তবে বিয়ের সংজ্ঞা পরিবর্তনের কোনো অভিপ্রায় সরকারের নেই বলে জানিয়েছেন তিনি। আইনে তেমন ব্যবস্থা থাকবে। এর ফলে পুরুষে পুরুষে বিয়ের সুযোগ থাকবে না বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
৩৭৭এ ধারার কারণে সিঙ্গাপুরে সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়। আইনশৃঙ্খলা বাহিনী কাউকে আটক করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু এই আইন বাতিল হলে পুরুষে পুরুষে যৌনতায় কোনো বাঁধা থাকবে না।