ব্যাংক অ্যাকাউন্টের দাবিতে ইসরায়েলে কর্মরত ফিলিস্তিনিদের ধর্মঘট
ব্যাংক অ্যাকাউন্ট খোলার অধিকারের দাবিতে রোববার একদিনের কর্মবিরতি পালন করেছেন ইসরায়েলে কর্মরত লাখো ফিলিস্তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
হাতে হাতে না দিয়ে ব্যাংক অ্যাকাউন্টে বেতন দেওয়ার দাবি জানিয়েছেন আন্দোলনকারী ফিলিস্তিনিরা।
প্রতিদিন প্রায় দুই লাখ ফিলিস্তিনি কাজের জন্য সীমান্ত পার হয়ে ইসরায়েল তথা দখলকৃত এলাকায় প্রবেশ করেন। এরা ফিলিস্তিনের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ে দ্বিগুণেরও বেশি আয় করতে পারেন।
যদিও সম্প্রতি এ বিষয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) ও ইসরায়েল সরকারের মধ্যে একটি সমঝোতা হয়েছে। তাতে নতুন একটি পদ্ধতির মাধ্যমে বেতন নিতে পারবেন ফিলিস্তিনিরা। কিন্তু তাদের আশঙ্কা এর ফলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ মজুরির একটি বড় অংশ কর বাবদ কেটে রাখতে পারে।
ইসরায়েলের দখলকৃত পশ্চিমতীর এবং গাজা উপত্যকা মিলে প্রায় দেড় লাখ কর্মসংস্থানের ব্যবস্থাপনা করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ)। ২০২১ সালে এর বাজেট ছিল ৩৩০ মিলিয়ন মার্কিন ডলার। এর পুরোটাই প্রায় বিদেশি সহযোগিতার ওপর নির্ভরশীল।