ইরাকের কারবালায় মাজারে ধস, ৪ জনের মৃত্যু
ইরাকের কারবালায় শিয়াদের একটি মাজারের ওপর পাহাড়ের মাটি ধসে চার জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন। এখনো আটকা পড়ে আছেন বেশ কয়েকজন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করে। খবর বিবিসির।
এক বিবৃতিতে জানানো হয়েছে, শনিবারের ওই ঘটনায় আহত হয়েছেন ছয় জন। এখনো ধ্বংস্তূপে কেউ থাকতে পারেন বলে উদ্ধারকাজ চালাচ্ছেন তদন্ত ও উদ্ধারকারী দল।
কারবালা প্রান্তরের পশ্চিমাঞ্চলে অবস্থিত কাতারাত আল-ইমাম-আলি মাজার। শহর কারবালার কেন্দ্র থেকে প্রায় ২৮ কিলোমিটার (১৭ মাইল) দূরে অবস্থিত এটি। পাহাড় কেটে বানানো স্থাপনাটি ঘিরে আকস্মিকভাবে শুরু হয় মাটিধস।
প্রাথমিক তথ্য থেকে জানা গেছে যে আর্দ্রতার কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের সূত্রপাত। পাহাড়ের মাটিধসে মাজারের ছাদে পড়লে ধ্বংসস্তূপে পরিণত হয় এটি এবং হতাহতের এ ঘটনা ঘটে।
বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র আবদেল রহমান জাওদাত বলেছেন, ‘যেকোন ভুলের ফলে আরও এমন ভূমিধসের ঘটনা ঘটতে পারে।’
খবরে বলা হয়, যারা এখনও ভেতরে আটকা রয়েছেন তাদের খাবার ও পানি দিতে সক্ষম হয়েছেন উদ্ধারকারীরা। উদ্ধারকৃতদের মধ্যে তিন শিশু রয়েছে।