বিএনপি নেতাদের বিরুদ্ধে রায় দিচ্ছে সরকার : রিজভী
সরকার আদালতকে নিয়ন্ত্রণ করে বিএনপি নেতাদের বিরুদ্ধে রায় দিচ্ছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিয়ন্ত্রিত আদালতের বিরুদ্ধে কথা বললে, ফরমায়েশি রায়ের বিরুদ্ধে কথা বললে, ফৌজদারি অপরাধ হয় না।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কে মশাল মিছিল শেষে তিনি এসব কথা বলেন।
আদালতের বিরুদ্ধে কথা বলে ফৌজদারি অপরাধ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদের এমন বক্তব্যের জবাবে রিজভী আরও বলেন, আইন আদালত এখন সরকারের নিয়ন্ত্রণে। আদালত এখন সরকারের আজ্ঞাবাহী হিসেবে কাজ করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে সাজা দেওয়া হয়েছে, তা সরকারের হুকুমে দেওয়া হয়েছে। সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসায় তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে। সুতরাং তাদের ফরমায়েশি রায় বা নিয়ন্ত্রণের বিরুদ্ধে কথা বলা মানে ফৌজদারি অপরাধ নয়।
কেরানীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে মশাল মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আসফাক, থানা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরীসহ কয়েকশ নেতাকর্মী।