প্রশ্ন শুনেই ধন্যবাদ দিয়ে চলে গেলেন বাবলু
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সম্প্রতি নিজের ক্ষমতাবলে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে মহাসচিব পদ থেকে সরিয়ে দিয়েছেন। আর এ বি এম রুহুল আমীন হাওলাদারকে পুনরায় সেই পদে দায়িত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি সদ্য পদ হারানো বাবলু।
আজ শুক্রবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকরা চট্টগ্রামের এই সংসদ সদস্যের কাছে জানতে চান, ‘এ বি এম রুহুল আমীন হাওলাদারকে কি আপনি মেনে নিয়েছেন?’ জবাবে জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘আপনাদের ধন্যবাদ।’ তার পরই তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে নেতাকর্মীদের নিয়ে বাইরে চলে যান।
এইচ এম এরশাদ ১৭ জানুয়ারি (রোববার) রংপুরে সংবাদ সম্মেলন করে ছোট ভাই জি এম কাদেরকে জাপার কো-চেয়ারম্যান এবং দলে তাঁর উত্তরসূরি ঘোষণা করেন। একই সঙ্গে জি এম কাদেরকে আহ্বায়ক এবং এ বি এম রুহুল আমীন হাওলাদারকে সদস্য সচিব করে জাপার ত্রিবার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেন।
এরশাদের ওই ঘোষণায় দলের ভেতরে তীব্র প্রতিক্রিয়া হয়। পরের দিনই স্ত্রী রওশনের নেতৃত্বে দলের একটি অংশের বিদ্রোহের মুখে পড়েন এরশাদ।
দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও ১৮ সংসদ সদস্যসহ একটা অংশ পরের দিন ১৮ জানুয়ারি (সোমবার) যৌথ সভা করে রওশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করে। ওই ঘোষণার এক ঘণ্টার মাথায় রংপুরে এরশাদ এক প্রতিক্রিয়ায় বলেন, ‘রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করাটা অবৈধ।’
উদ্ভূত পরিস্থিতিতে ১৯ জানুয়ারি (মঙ্গলবার) সকালে সফর সংক্ষিপ্ত করে রংপুর থেকে ঢাকায় ফেরেন জাতীয় পার্টির চেয়ারম্যান। দুপুরে রাজধানীর বনানীতে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মহাসচিব পদ থেকে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে নিজস্ব ক্ষমতাবলে অব্যাহতি দেন। একই সঙ্গে এ বি এম রুহুল আমীন হাওলাদারকে পুনরায় মহাসচিব হিসেবে ঘোষণা করেন। পরদিন ২০ জানুয়ারি (বুধবার) জাতীয় পার্টির চেয়ারম্যান এ বি এম রুহুল আমীন হওলাদারকে দলের মহাসচিব ও জি এম কাদেরকে কো-চেয়ারম্যানের পদ বুঝিয়ে দেন।
এ ঘটনার পর আজ সকালে একটি ফ্লাইটে প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এ সময় দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। সম্প্রতি তাঁর বাবা ডা. আবুল কাশেম মারা গেছেন। বাবার কবর জিয়ারতসহ নিজের নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে সাক্ষাৎ করতেই বন্দরনগরীতে সফরে এসেছেন বলে বিমানবন্দরে সাংবাদিকদের জানান বাবলু।
এ সময় হঠাৎ করেই জাতীয় পার্টির মহাসচিবের পদ থেকে অব্যাহতির ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের প্রতিক্রিয়ায় জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘আপনারা দেখেছেন, এ নিয়ে অনেক প্রতিক্রিয়া-পাল্টা প্রতিক্রিয়া হয়েছে। কিন্তু পার্টির চেয়ারম্যান এরশাদ ও জাতীয় পার্টির সংসদীয় দলের প্রধান রওশন এরশাদসহ দলের সবাই ঐক্যবদ্ধ আছে। আমি বিশ্বাস করি, জাতীয় পার্টি এক থাকবে, ঐক্যবদ্ধ থাকবে এবং অবিভাজ্য থাকবে। আমরা ঐক্যবদ্ধভাবে এ সংকট কাটিয়ে উঠব।’
এ সময় জাতীয় পার্টিকে আগামী দিনের রাজনীতির একটি ‘নিয়ামক শক্তি’ হিসেবে উল্লেখ করে দলটির সাবেক এ মহাসচিব বলেন, ‘জাতীয় পার্টিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অপপ্রচার হচ্ছে। ঐক্যবদ্ধভাবে এসব মোকাবিলা করা হবে।’