এশিয়া কাপে অংশ নিতে বিকেলে ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল
আগামী ২৭ আগস্ট মাঠে গড়াচ্ছে এই অঞ্চলের ক্রিকেটের সবচেয়ে বড় আসর এশিয়া কাপ। আসরে অংশ নিতে আজ বিকেলে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়ে যাওয়ার কথা সাকিব-মুশফিকদের।
আসরে বাংলাদেশ দল প্রথম লড়াইয়ে নামবে আগামী ৩০ আগস্ট। প্রতিপক্ষ আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১ সেপ্টেম্বর মুখোমুখি হবে দুই দল।
এদিকে শেষ মুহূর্তে এশিয়া কাপের দল থেকে চোটের কারণে ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদ ও নুরুল হাসান সোহান। দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় আরেকটি ধাক্কা খেয়েছে বাংলাদেশ।
হ্যামস্ট্রিং ইনজুরিতে অভিজ্ঞ ব্যাটসম্যান লিটন দাসকে স্কোয়াড থেকে বাদ দেওয়ায় টাইগাররা গত মাসে ধাক্কা খেয়েছিল এবং পেসার হাসান মাহমুদ এবং উইকেটরক্ষক নুরুল হাসান সোহান এবার বাদ পড়েন।
গত সপ্তাহে গোড়ালিতে আঘাত পাওয়ার কারণে হাসান এক মাস পর্যন্ত মাঠের বাইরে থাকবেন তিনি। সম্প্রতি সোহানের আঙুলে অস্ত্রোপচার হয়।
বাঁ-হাতি ব্যাটার মোহাম্মদ নাঈম ওয়েস্ট ইন্ডিজে সম্প্রতি সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দারুণ সেঞ্চুরি দলে ফিরেছেন।
সাকিব আল হাসান এই মাসের শুরুতে টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পান। তবে এশিয়া কাপে ভালো করতে খুব একটা আশাবাদী নন তিনি।
এশিয়া কাপের বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন ও মোহাম্মদ নাঈম।