ক্যারিয়ার গড়ুন অক্সফামে, বার্ষিক বেতন ২৩ লাখ টাকা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অক্সফাম। সংস্থাটিতে ‘হেড অব ফাইন্যান্স, রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম
হেড অব ফাইন্যান্স, রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স।
যোগ্যতা
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স, অ্যাকাউন্টিংয়ে বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোনো আন্তর্জাতিক সংস্থার ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বিভাগে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, বাজেটিং ও অ্যানালাইসিসে অভিজ্ঞ হতে হবে। দেশের আইন, দাতা চাহিদা ও স্টাফ ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
বেতন স্কেল
বাৎসরিক বেতন ২৩ লাখ ৩৪ হাজার ৬০৪ টাকা। এ ছাড়া চিকিৎসা সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ছুটি ও ইনস্যুরেন্সের সুবিধা আছে।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীরা অনলাইনে (লিংক)আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
৪ সেপ্টেম্বর, ২০২২।
সূত্র : অক্সফাম ওয়েবসাইট (লিংক)