ভারত-পাকিস্তানের ম্যাচ দাঁড়িয়ে দেখার সুযোগ
ভারত বনাম পাকিস্তানের ম্যাচ ম্যানেই ক্রিকেট ভক্তদের জন্য অন্যরকম উত্তেজনা। যদিও দুদেশের রাজনৈতিক সম্পর্ক ভালো না হওয়ায় তাদের দ্বিপক্ষীয় লড়াই খুব একটা দেখা যায় না। শুধুমাত্র বৈশ্বিক টুর্নামেন্ট কিংবা বড় কোনো টুর্নামেন্ট আসলেই কেবল এই দ্বৈরথ উপভোগ করতে পারে ক্রিকেট ভক্তরা।
আসন্ন বিশ্বকাপের সুবাদে ভারত-পাকিস্তানের দ্বৈরথ আবারও দেখার সুযোগ হবে ক্রিকেট ভক্তদের। টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৩ অক্টোবর টি-টোয়েন্টি মুখোমুখি ভারত-পাকিস্তান।
ওই ম্যাচটির টিকেট ছাড়ার সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে গেছে সব। ভক্তদের কথা চিন্তা আরও কিছু সংখ্যক টিকেটের ব্যবস্থা করছে আইসিসি। কিন্তু সেগুলো হলো স্ট্যান্ডিং রুম টিকিট। অর্থাৎ এই টিকেটে দাঁড়িয়ে দেখা যাবে কোহলি-বাবরদের লড়াই। টিকেটের দাম পড়বে দাম ১৭০০ রুপি।
গত ফেব্রুয়ারি মাসে মাত্র পাঁচ মিনিটের মাথায় ভারত ও পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে যায়। তার পরেই দাঁড়িয়ে খেলা দেখার জন্য চার হাজার টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসির এক কর্তা বলেছেন, ‘আমরা চেষ্টা করছি যত বেশি সম্ভব লোককে ২৩ অক্টোবর ম্যাচ দেখার সুযোগ করে দিতে। আইসিসির প্যাকেজে থাকা কিছু টিকিটও বাকি রয়েছে। যে সমর্থকরা আগে টিকিট কাটতে পারেননি, তাঁদের কাছে এ বার খেলা দেখার সুযোগ রয়েছে।’
সাধারণত মেলবোর্নে ৯০ হাজার মানুষ একসঙ্গে বসে খেলা দেখতে পারেন। এখন ভারত-পাকিস্তান ম্যাচে আরও চার হাজার বেশি মানুষ খেলা দেখতে পারবেন।