ডা. সেব্রিনা ফ্লোরার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে লাইফ সাপোর্টে (ভ্যান্টিলেটরে) থাকা স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার স্বাস্থ্যের অবস্থা এখন কিছুটা ভালোর দিকে। এখনও তাঁকে ভেন্টিলেটশনে রাখা হলেও আগের মতো অক্সিজেন দিতে হচ্ছে না। অক্সিজেনের পরিমাণ কমানো হয়েছে ৬০ শতাংশ।
আজ শনিবার বিকেলে ফ্লোরার স্বামী প্রকৌশলী রবিউল আলম এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রবিউল আলম বলেন, ‘আগের চেয়ে ফ্লোরার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ভেন্টিলেশন সুবিধা আগের থেকে কমিয়ে আনা গেছে। ৬০ শতাংশ কমিয়ে চলমান ভেন্টিলেশনে তিনি শ্বাসপ্রশ্বাস নিতে পারছেন। তবে, পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় এখনও তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।’
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মীরজাদী সেব্রিনা ফ্লোরার মৃত্যুর খবর নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। পরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়। সেখানে বলা হয়, অধিদপ্তরের মহাপরিচালক ও অন্য কর্মকর্তাদের সঙ্গে সেব্রিনা ফ্লোরার স্বামী এবং পরিবারের সদস্যদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে ফ্লোরার অসুস্থতার বিষয়ে গুজব না ছড়ানোর জন্য অধিদপ্তরের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়।
সস্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম বলেছিলেন, ‘সিঙ্গাপুরে যাওয়ার আগে গত মাসে প্রায় দুই সপ্তাহ ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা। কিন্তু, অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তাঁর অগ্নাশয় ও পিত্তথলির কার্যকারিতা ঠিক রাখতে একটি অস্ত্রোপচার হয়েছিল। এরপর কিডনিতে জটিলতা দেখা দেয়। ডায়ালাইসিস চলা অবস্থায় তাঁর হার্টের সমস্যা বেড়ে যায়।