কমিশন সব দলকে নিয়ে নির্বাচন করতে আগ্রহী : ইসি রাশিদা
নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেছেন, কেউ নির্বাচনে আসা বা না আসা এবং ভোট দান করা বা বিরত থাকা তার অধিকার। তবে, এই নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন করতে আগ্রহী।
খুলনার দিঘলীয়া উপজেলা সেনহাটি ইউনিয়ন কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা একথা বলেন।
ইভিএম প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রাশিদা জানান, ইভিএম বিষয়ে অভিযোগের প্রমাণ দিতে আহ্বান করেছি। যদি কেউ প্রমাণ করতে পারেন তো ইভিএমে ভোট হবে না। এটাই স্বাভাবিক। কিন্তু, এখন পর্যন্ত কেউ তা প্রমাণ করতে পারেননি।
অপর এক প্রশ্নের জবাবে ইসি রাশিদা বলেন, ‘নির্বাচনকালীন যে সরকার থাকবে, তাদের অধীনে নির্বাচন হবে।’