দেশে শেখ হাসিনার কোনো বিকল্প নেই : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে বর্তমান সরকারের সময় দেশে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নের এই অগ্রগতি অব্যাহত রাখতে হলে দেশ পরিচালনার ক্ষেত্রে পুনরায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের কোন বিকল্প নেই।
জাতীয় শোক দিবস স্মরণে নওগাঁ জেলা আওয়ামী লীগ আয়োজিত শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। আজ মঙ্গলবার বিকেলে নওগাঁর নওজোয়ান মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপির নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘আপনারা সভা সমাবেশ করেন কোনো সমস্যা নেই। কিন্তু, সভা সমাবেশ করতে গিয়ে নিজেরা মারামারি করবেন। মারামারি করতে গিয়ে জনগণের জানমালের ক্ষতি করবেন, তখন আমরা কি বসে থাকব? আমরা জনগণকে সঙ্গে নিয়ে আপনাদের রাজপথে মোকাবিলা করব। এই দেশে হত্যা, অগ্নিসন্ত্রাস আর হতে দেওয়া হবে না।’
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম কম বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘যেই দেশকে পৃথিবীর স্বর্গরাজ্য বলা হয়, সেই সুইজারল্যান্ডে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম আড়াই গুণ বাড়ানো হয়েছে। এভাবে যাদের আমরা উন্নত রাষ্ট্র বলে জানি, সেসব দেশে তেলের দাম দুই গুণ-আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে। সেই তুলনায় বাংলাদেশে তেলের দাম ৪০-৪২ শতাংশ বেড়েছে। জনগণের দুর্ভোগ লাঘবের জন্য আবার তেলের দাম কিছুটা কমানো হয়েছে। তাতেও যে জনগণের কষ্ট হচ্ছে না তা অস্বীকার করব না। বিশ্ব বাজারে তেলের দাম কমে গেলে বাংলাদেশেও তেলের দাম কমানো হবে।’
নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল, সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, সংসদ সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা এস এম কামাল হোসেন।