আপনার জিজ্ঞাসা
মসজিদে কাবা’র ইমাম কি একদিকে দাঁড়িয়ে সালাত পড়ান?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৮৮তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে আমজাদ হোসেন জানতে চেয়েছেন, মসজিদে কাবা’র ইমাম কি একদিকে দাঁড়িয়েই সালাত পড়ান? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : মসজিদে কাবা’র ইমাম কি একদিকে দাঁড়িয়েই সালাত পড়ান?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মসজিদে কাবা’র সালাতে ইমাম বেশিরভাগ ক্ষেত্রেই মাকামে ইবরাহিম চত্বরে সালাত আদায় করে থাকেন। কারণ আল্লাহ বলেছেন, তোমরা মাকামে ইবরাহিমকে সালাতের জায়গা হিসেবে নির্ধারণ করে নাও। তাই মাকামে ইবরাহিমের দিক থেকে সালাত আদায় করা হয়ে থাকে। এ ছাড়া কখনো কখনো অন্যদিক থেকে হয়। বিশেষ করে রাতের নামাজ। তবে এর জন্য কোনো বাধ্যতামূলক রীতি নেই।