ধামরাইয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের গর্তে পড়ে ২ শিশুর মৃত্যু
ঢাকার ধামরাইয়ে আশ্রয়ণ প্রকল্পের জন্য ঘর নির্মাণের গর্তে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানায়, ধামরাইর সদর ইউনিয়নের শরীফবাগ মহল্লায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য ড্রেজার দিয়ে বালু ফেলার কারণে সৃষ্ট জলাবদ্ধতার গর্তে গতকাল মঙ্গলবার বিকেলে সাত ও আট বছরের শিশু রিয়াজুল ও রাজু পড়ে যায়। পরে আজ বুধবার সকালে সেখানে তাদের লাশ ভেসে উঠলে স্থানীয়রা সেখান থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘দুই শিশুর মৃত্যুর বিষয়ে তদন্ত চলছে। অপরদিকে সাভারের কাউন্দিয়া এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।’