আমাদের এখানে এসে চ্যালেঞ্জ করুক, সুজনকে ইসি হাবিব
সুশাসনের জন্য নাগরিক সুজন-এর উদ্দেশে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেছেন, ‘আমরা ইভিএম নিয়ে জাতীয় টেকনিক্যাল কমিটি, রাজনৈতিক দলের টেকনিক্যাল কমিটির সঙ্গে বসেছি। তাদেরও ডেকেছি। তারা কিন্তু আসেননি। আমরা পাঁচ মাস ধরে সময় দিয়েছি। কেন হঠাৎ করে এই সংবাদ সম্মেলন, উদ্দেশটা কী?’
মো. আহসান হাবিব খান বলেন, ‘তাদের জন্য আমাদের দরজা সব সময় খোলা। তারা একদিন না, দশ দিন আসবে, ভীতি কোথায়? চ্যালেঞ্জ যদি করতেই হয়, সংবাদ সম্মেলন কেনো, আমাদের এখানে এসে চ্যালেঞ্জ করুক। তারা আমাদের চেয়ে অনেক শিক্ষিত, অনেক বড়। কাজেই আমাদের এখানে এসে চ্যালেঞ্জ করতে অসুবিধা কী?’
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ইসি হাবিব এ কথা বলেন।
মো. আহসান হাবিব খান আরও বলেন, ‘আমার চারশটা নির্বাচন করলাম কয়জন মারা গেছে। কয়টা জায়গায় অরাজকতা হয়েছে। অনিয়ম হলে সেটা তুলে ধরেন, অসুবিধা নাই। অসততা, অসচ্ছতা, পক্ষপাতিত্ব যদি চোখে পড়ে, প্লিজ লেট মি নো। আমাকে জানান, তার প্রতিকার, জবাব দিয়ে তৃপ্ত করে ছাড়ব।’
ইসি হাবিব বলেন, ‘কাজ করতে গেলে ভুল হতে পারে। আপনি দেখবেন, ইচ্ছাকৃত ভুল হলো কি না। কাজ করতে গেছে একটা ইচ্ছাকৃত ভুল, আরকেটা হচ্ছে অনিচ্ছাকৃত ভুল। আমাকে পর্যবেক্ষণ করেন।’
মো. আহসান হাবিব খান বলেন, ‘জনগণের আস্থা অবশ্যই আসবে। দলগুলোর যে অনাস্থা, এটা অতীতের অভিজ্ঞাতা থেকে আসতে পারে। অতীত থেকে আমরা শিক্ষা নেব। কিন্তু, ভবিষ্যত সুন্দর হবে, এটা গ্যারান্টেড। আপনারাও বুঝতে পারবেন।’