আপনার জিজ্ঞাসা
এশার সালাত ৮ রাকাত পড়লে কী ঠিক হবে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৮৯তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে আনোয়ার হোসেন জানতে চেয়েছেন, এশার সালাত ৮ রাকাত পড়া কী ঠিক হচ্ছে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আমরা জানি, এশার সালাত ১০ রাকাত। আমি ৮ রাকাত পড়ে থাকি। আমার প্রশ্ন হলো, এশার সালাত ৮ রাকাত পড়া কী ঠিক হচ্ছে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্নে আমি খুব অবাক হলাম। মুসলিমদের মধ্যে এমন মানুষ আছে যে, যারা নামাজ কয় রাকাত সেটাও জানে না। আপনি বললেন, এশার সালাত ১০ রাকাত। না, এশার সালাত ১০ রাকাত নয়, যেটা শুধু ফরজ সেটাই হলো রাকাত। তাই বলব, এশার সালাত হলো শুধু ফরজ ৪ রাকাত। আর এই ৪ রাকাতের আগে পরে যেগুলো আছে সেগুলো সুন্নাহ। এইগুলো পড়তেও পারেন কোনো সমস্যা নেই। এর ফজিলত আছে। এইগুলো পড়তে পারেন। কিন্তু এর সাথে এশার ৪ রাকাত ফরজকে এক করবেন না। এশার সালাত ওই ৪ রাকাত। আর বাকি আগে পড়ে যা আছে সেগুলো পড়তেও পারেন আবার নাও পড়তে পারেন। এইগুলো পড়লে ফজিলত আছে।