সাভার থেকে অপহরণের চার দিন পর কুষ্টিয়ায় শিশু উদ্ধার
সাভারে অপহরণের চার দিন পর কুষ্টিয়া থেকে মাসুম নামের দশ বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অভিযুক্ত অপহরণকারী গোলাম আজমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ শুক্রবার ভোরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আলাউদ্দিননগর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয় এবং গ্রেপ্তার করা হয় অপহরণকারীকে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
ওসি কাজী মাইনুল জানান, গত ২৯ আগস্ট রাতে পূর্বপরিচিত গোলাম আজম সাভারের নামা বাজার নিজ বাড়ি থেকে শিশুটিকে বাবার দোকানে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করে নিয়ে যান। পরে শিশুটির পরিবারের কাছে মোবাইল ফোনে কয়েক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। শিশুটির পরিবার সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ আজ শুক্রবার ভোর রাতে কুষ্টিয়া থেকে তাকে উদ্ধার করে।
অপরদিকে সাভারের কাউন্দিয়া থেকে ১৩ বছরের এক মেয়ে শিশুকে অপহরণের একদিন পর উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে অপহরণকারী হিসেবে সন্দেহভাজন ইব্রাহিমকেও গ্রেপ্তার করেছে পুলিশ।