পটুয়াখালী সৈকতে একই দিনে ভেসে এলো মৃত তিমি ও ডলফিন
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ৩০ ফুট দৈর্ঘ্য ও ছয় ফুট প্রস্থের বেলিন প্রজাতির একটি মৃত তিমি ভেসে এসেছে। আজ শনিবার সকাল ৯টার দিকে জোয়ারের পানিতে সৈকতের ঝাউ বাগান পয়েন্টে এই তিমিটি ভেসে আসে। একই দিন ট্যুরিজম পার্ক সংলগ্ন তীরে ভেসে আসে একটি অর্ধগলিত ডলফিন।
এ বিষয়ে ডলফিন রক্ষা কমিটির দলনেতা রুমান ইমতিয়াজ তুষার জানান, এটি দেখতে অনেকটা দৈত্যাকৃতির। এর আগেও ২০১৮ সালে সৈকতে আরও একটি তিমি ভেসে এসেছিল। তবে ঠিক কি কারণে এসব তিমি মারা যাচ্ছে তা বলা যাচ্ছে না। এই মৃত তিমি ও ডলফিনের মৃত্যু রহস্য উন্মোচন করা প্রয়োজন।
এদিকে কুয়াকাটা সমুদ্র সৈকতে একই দিনে ভেসে আসে একটি ডলফিন। দুপুরে ট্যুরিজম পার্ক সংলগ্ন দক্ষিণপাড়ে এটি ভেসে আসে। এটি ছিল অর্ধগলিত। এজন্য কোন প্রজাতির তা বলতে পারেননি প্রাণি বিশেষজ্ঞরা।
মহিপুর বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, ঘটনাস্থলে বনকর্মীদের পাঠানো হয়েছে। প্রাণির নমুনা সংগ্রহ করে মাটিচাপা দেওয়া হবে।