‘মিয়ানমারের রাষ্ট্রদূতকে ফের তলব করা হবে’
মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ছোড়া গোলা বাংলাদেশ ভূখণ্ডের ভেতরে আবারও এসে পড়ার ঘটনায় দেশটির রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে ফের তলব করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শনিবার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। দেশটির রাষ্ট্রদূতকে আমরা আবারও তলব করে কড়া প্রতিবাদ জানাব।’
প্রতিমন্ত্রী শাহরিয়ার বলেন, ‘মিয়ানমার সীমান্তের ঘটনায় বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে আগামীকাল রোববার তলব করা হবে। এ ঘটনায় তাদের কড়া প্রতিবাদ জানানো হবে।’
এর আগে গত ২৮ আগস্ট মিয়ানমার থেকে ছোড়া দুটি মর্টারশেল বান্দরবানের ঘুমধুম এলাকায় এসে পড়ার ঘটনায় পরদিন ২৯ আগস্ট দেশটির রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
ওই সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেছিলেন, ‘মিয়ানমারের রাষ্ট্রদূতকে আমরা ডেকেছি। একটা মৌখিক নোটের মাধ্যমে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে।’
এরপর আজ আবারও মিয়ানমারের হেলিকপ্টার থেকে গোলাগুলির ঘটনা ঘটল।