আওয়ামী লীগ ৩০০ আসনেই ইভিএমে ভোট চায় : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে ইভিএমে ভোট চায়। এ ছাড়া সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে সেটাকেই স্বাগত জানায় তারা।
আজ বুধবার সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোটার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে এসব কথা বলেন।
বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হকের পরিচালনায় অনুষ্ঠিত এ সংলাপ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সংলাপে ওবায়দুল কাদের জাতীয় রাজনীতি, দেশের অবকাঠামোগত উন্নয়ন, আগামী জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশন আয়োজিত সংলাপে আমরা ৩০০ আসনে ইভিএমে ভোট আয়োজনের দাবি জানিয়েছি। নির্বাচন কমিশন ১৫০ আসনে ইভএমে ভোট করার কথা জানিয়েছে, আমরা সেটাকেও স্বাগত জানিয়েছি।’
পদ্মা সেতু নির্মাণর সাফল্য তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, ‘এ সেতু নির্মাণ আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিলো। আমি নিজেও এ প্রকল্প পরিদর্শনে ১৭৯ বার গিয়েছি। নিজে পরিদর্শন করে নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা করেছি। নির্দিষ্ট সময়ে কাজ শেষ করে জনগণের জন্য খুলে দিতে ঈদের দিনেও আমরা কাজ চালিয়েছি। ঈদের দিনেও আমি সেতুর নির্মাণ কাজ দেখতে গিয়েছি।’ এ ছাড়া ওবায়দুল কাদের দেশে চলমান বড়বড় প্রকল্পগুলোর কাজের অগ্রগতি তুল ধরেন।