চিকিৎসার জন্য আয়ের ৩ শতাংশ সঞ্চয়ের পরামর্শ
অসুস্থ হলে চিকিৎসা ব্যয় মেটাতে রোগী ও তার পরিবারকে হিমশিম খেতে হয়। তবে পরিবারে কিছু সঞ্চয় থাকলে চিকিৎসা ব্যয় মেটানো অনেকটা সহজ হয়। এ অবস্থা বিবেচনায় সবার আয়ের তিন শতাংশ অর্থ ভবিষ্যত চিকিৎসা খরচ বাবদ সঞ্চয়ের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা।
শুক্রবার রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ পরামর্শ দেন বক্তারা। বেসরকারি ক্লিনিক মালিকদের সংগঠন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ভবিষ্যতে নিজের চিকিৎসা সেবা নিশ্চিতে বেতনের (আয়ের) তিন শতাংশ জমা রাখলে পরিবার পরিচালনা করতে খুব সমস্যা হবে না। সঞ্চয়ের কারণে ভবিষ্যতে চিকিৎসা ব্যয় মেটানোর কষ্ট অনেক কমে যাবে।
দেশের মানুষের আয়ের ৭৫ ভাগ খরচ হয়ে যায় জানিয়ে এক বক্তা বলেন, ‘আমি নিজেও টাকা জমাতে পারিনি। ১৯৯৭ সালে ভারতে গিয়েছিলাম চিকিৎসার জন্য। তিন লাখ টাকা খরচ হয়েছিল। আমি জমা টাকা থেকে ব্যয় করতে পারিনি। তাই অর্থনৈতিক নিরাপত্তার জন্য আমাদেরকে টাকা জমাতে হবে।’
সভাপতির বক্তব্যে সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান বলেন, ‘আমরা নিবন্ধনের বিষয়ে আপসহীন। যারা নিবন্ধিত তারাই আমাদের সদস্য হতে পারবে। একই সঙ্গে হাসপাতালগুলোর মানের দিকেও নজর দেব। মান ভালো না থাকলে আমরা সদস্য করব না। পাশাপাশি সেবার মানের ওপর ভিত্তি করে হাসপাতালগুলোর ক্যাটাগরি করার চেষ্টা করছি।’