গল্প না বিউটির, না সার্কাসের : জয়া আহসান
‘আমি বলি এইটা কোনও গল্প না। না বিউটির, না সার্কাসের।’ খ্যাতিমান অভিনেত্রী জয়া আহসানের এমন সংলাপে শুরু হয়েছে দুই মিনিট ৮ সেকেন্ডের ‘বিউটি সার্কাস’ সিনেমার ট্রেইলার।
তাহলে ‘বিউটি সার্কাস’ সিনেমা কিসের গল্প? সেই ইঙ্গিত দিয়েছেন এমন সংলাপে, ‘আমি আজ আপনাদের মাঝে ইতিহাসের সাক্ষ্য দিতে এসেছি। রক্তের ইতিহাসের সাক্ষ্য।’
ট্রেইলারজুড়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী মেলা, সার্কাস, জাদুর পাশাপাশি সম্পর্ক, সমাজ ও প্রতিশোধের ইঙ্গিত পাওয়া গেছে। অভিনয় আর সংলাপে নজর কেড়েছেন জয়া আহসান।
সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু, মানিসা অর্চি প্রমুখ।
চলচ্চিত্রটি প্রসঙ্গে জয়া আহসান বলেন, “আমি বলব এই কাজটি আমার অভিনয় জীবনের খুব রোমাঞ্চকর কাজের একটি। অভিনয়শিল্প আপনাকে এমন কিছু জায়গায় নিয়ে যায়, যেখানে আপনি আগে কোনওদিন যাননি; আবার এমন কিছু চরিত্র প্রদর্শন করার সুযোগ করে দেয়, যার অভিজ্ঞতাটাও একেবারে নতুন। এমনই একটি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করার সুযোগ এসেছিল সার্কাস-প্রদর্শনকারী সেজে, তাও আবার এক জম্পেশ সার্কাসের স্টেজে! সার্কাসের এই পুরো অভিজ্ঞতাটাই আমার জন্য সম্পূর্ণ নতুন ছিল, সামনে থেকে কখনও দেখার সুযোগ হয়নি বলে।”
বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত (২০১৪-১৫), ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা মাহমুদ দিদার। আগামী ২৩ সেপ্টেম্বর দেশজুড়ে মুক্তি পাবে সিনেমাটি।