রোগীর অস্ত্রোপচারের জন্য ৪৫ মিনিট দৌড়ে হাসপাতালে পৌঁছালেন চিকিৎসক
ভারতের বেঙ্গালুরুতে যানজট খুবই পরিচিত এক দৃশ্য। যানজটের তীব্রতা যেদিন বেশি হয়ে যায় দেখা যায় অ্যাম্বুলেন্সে থাকা গুরুতর অসুস্থ রোগীরাও হাসপাতালে পৌঁছাতে পারেন না ঠিক সময়ে।
গেল আগস্টের ৩০ তারিখে এমনই এক যানজটে আটকা পড়েছিলেন বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালের চিকিৎসক গোবিন্দ নন্দকুমার। তিনি যখন যানজটে আটকা পড়েছেন তখন তাঁর এক রোগী অপারেশন থিয়েটারে অপারেশনের জন্য অপেক্ষায় ছিলেন। শুধু এই একজন রোগীই নন, নন্দকুমারের তারপর আরও কয়েকজনের অপারেশন করার কথা। কিন্তু তিনি হাসপাতাল থেকে ৩ কিলোমিটার দূরে যানজটে আটকা।
শেষ পর্যন্ত নন্দকুমার যখন দেখলেন যে এই জট ছাড়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, তিনি গাড়ি থেকে নেমে দৌড় শুরু করেন। ৪৫ মিনিট দৌড়ে তিনি হাসপাতালে পৌঁছান।
নন্দকুমার টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘প্রবল বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে হাসপাতালের আগে কয়েক কিলোমিটার যানজট ছিল। আমি যানজট ছাড়ার জন্য অপেক্ষা করে আর সময় নষ্ট করতে চাইনি। কারণ, রোগীদের অপারেশন শেষ না হওয়া পর্যন্ত তাদের খাবার খেতে দেওয়া হয় না। আমি তাদের আর অপেক্ষা করাতে চাইনি।’
গত ১৮ বছর ধরে একাধিক জটিল অস্ত্রোপচার করেছেন নন্দকুমার। চিকিৎসক হিসেবে তার সুখ্যাতিও রয়েছে। রোগীদের কথা ভেবে যেভাবে দৌড়ে হাসপাতালে গেলেন ওই চিকিৎসক, তাতে খুশি সবাই।